
প্রদীপ কুমার সিংহ
বুধবার সকালে এক মৎস্য চাষী তার পুকুর পাড়ে এসে দেখে তাঁর পুকুরের সমস্ত মাছ মরে জলে ভেসে আছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঠালবেড়িয়া অঞ্চলের শিমুলতলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিমুলতলা গ্রামের বাসিন্দা এই মৎস্য চাষী সুলতান লস্কর।সে বর্তমানে যুব তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।তার বাড়ির সামনে একটি পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছিল সে।এই মাছ চাষী জানিয়েছেন তিনি প্রায় ১২ থেকে ১৪ কাঠা এই পুকুরে কুড়ি হাজার মনোপিয়া,২০০পিস রুপচাঁদ,পোনা এবং কাৎলা ৪৮০ পিস সহ গ্লাসকাপ ও জাপানে পুঁটি মাছের পোনা পুকুরে ছেড়েছিলেন।
গত ২২ সেপ্টেম্বর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী শত্রুতা করে মৎস্য চাষীর পুকুরে কার্বাইড ফেলে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এমনি অভিযোগ তার।পরের দিন সকালে মৎস্য চাষী পুকুর পাড়ে এসে দেখে পুকুরের সমস্ত মাছ মরে জলে ভেসে আছে।ফলে মাথায় হাত মৎস্য চাষীর।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে।পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে।তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।পুলিশ জানানা একটি পুকুরে বেশ কিছু দুষ্কৃতী বিষ দিয়ে দিলে পুকুরে মাছ মরে ভেসে ওঠে।এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
মৎস্য চাষী সুলতান লস্কর বলেন আধুনিক পদ্ধতি মৎস্য চাষ কর ছিলাম।শক্রতা করে দুষ্কৃতীরা পুকুরে বিষ দিয়ে দেয়।ফলে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয় মাছ মরে গিয়ে।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।