
লকডাউনে বিদ্যালয় বন্ধ,অন লাইনে ক্লাস হচ্ছে।তারপরেও চড়া হারে বেতন নিচ্ছে বেসরকারী বিদ্যালয় গুলি ।প্রতিবাদে আজ হাওড়া ডোমজুড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা।
তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সমস্ত বেসরকারি স্কুল গুলিকে ফিস কমানোর। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই বেসরকারি স্কুল গুলি কোনরকম কোন উচ্চবাচ্য না করে নিজেদের মতন কর চাপিয়ে ফিস নিচ্ছে।
যেহেতু অনলাইনের মাধ্যমে ঘরে বসে ক্লাস হচ্ছে সেহেতু তাদের লাগছেনা স্কুলের গাড়ি ভাড়া, লাগছেনা বই, খাতা ,পেন্সিল তাহলে স্কুল শুধু টিউশনি ফিস নিক।
এই দাবিতে অভিভাবকরা রাস্তায় নামে। এবং তারা জানান রাজ্য সরকারকে দ্রুত হস্তক্ষেপ নেওয়ার জন্য।