
আজ বীরভূম জেলার মহম্মদ বাজারের বেলঘরিয়া গ্রামে চীন সীমান্তে শহীদ জওয়ান রাজেশ ওরাং -এর শেষকৃত্যে যোগ দেন। তিনি এবং বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী শহীদ পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।
পরে তাঁরা দাবি করেন, শুধু আর্থিক সহায়তা দিলেই হবে না , সরকারকে শহীদের পরিবারের সবার দায়িত্ব নিতে হবে।
যেভাবে নিরস্ত্র জওয়ানদের চীন সীমান্তে পাঠানো হয়েছিল, তারও সমালোচনা করেন।