
মুম্বাই সিনেমা জগতের বেশ কয়েকজন রথী মহারথীর চক্রান্তের কারণে প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে।তাই এই অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিহারের মুজাফফরপুর আদালতে প্রযোজক করণ জোহর, অভিনেতা সালমান খান, পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও প্রযোজক একতা কাপুর এর বিরুদ্ধে মামলা দায়ের হল।
বুধবার সকালে আইনজীবী সুধীরকুমার ওঝা এই প্রযোজক,পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। মামলাকারীর দাবি অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী।এরা বাহিরে থাকলে মাওমলার প্রয়োজনীয় তথ্য লোপাট করতে পারেন। তাই অবিলম্বে এদের গ্রেফতার করা হোক ।
জানা গেছে মোট পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এই আইনজীবী। তার মূল অভিযোগ সুশান্ত সিং রাজপুতকে এই চক্র চুক্তি হওয়ার পরেও আগামী সাতটি ছবি থেকে সুপরিকল্পিতভাবে সরিয়ে দেন ।আর এর জেরেই অবসাদগ্রস্ত হয়ে প্রতিভাবান অভিনেতা সুশান্ত আত্মহত্যার পথ বেছে নেয় ।