
ধীরে ধীরে করে লকডাউন পরিস্থিতি উন্নতির জেরে শুরু হয়েছে উন্নয়ন প্রক্রিয়া।এর মধ্যেই রবিবার মুর্শিদাবাদ জেলার রাণীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাওড়া পাড়া গ্রামে ৩ লক্ষ ৮৯ হাজার ৩৫৭ টাকা ও মির্জাপুর পঞ্চায়েতের অন্তর্গত গণকর গ্রামে ৪ লক্ষ ৭০ হাজার ৯০ টাকার চালাই রাস্তার উদ্বোধন করলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।
মন্ত্রী বলেন করোনা সংক্রমন কে ঘিরে সমস্যা তৈরী হওয়ার প্রথমদিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সরকার রাজ্যের সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে।দলমত নির্বিশেষে সকলের কাছে সরকার ও তৃনমুলের থেকে সাধ্য মত সাহায্য পৌঁচ্ছে দেওয়া হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেছেন এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন