
দীর্ঘ ৫৭ দিন ধরে কাজ হারানো গরীব মানুষদের জন্যে কাঁকুড়গাছি অভিযান ক্লাবের পক্ষ থেকে অন্ন পরিষেবার আজ শেষ দিনে প্রায় ৫০০ মানুষকে রান্না করা খাবার দেওয়া হয়।
এছাড়া করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে যারা সামনের সারিতে থেকে লড়াই করছেন সেইসব চিকিৎসক নার্স এবং সমাজসেবায় যুক্ত প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের করোনা ওয়ারিয়র সম্মান প্রদান করা হয়।
বিশিষ্ট চিকিৎসক বিশ্বপতি মুখার্জী,অরবিন্দ ব্রম্ভ,প্রাক্তন ও বর্তমান ফুটবলার সুখেন সেনগুপ্ত শঙ্কর রায়, নার্সিং স্টাফ তৃপ্তি দত্ত প্রমুখ দের সম্মান প্রদান করা হয়। সংগঠনের সচিব রঞ্জিত দে সমগ্ৰ অনুষ্ঠান টি পরিচালনা করেন। এছাড়াও অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম সোম চৌধুরী বিজয় দত্ত প্রমুখ।