
শুক্রবার বীরভূম জেলা পরিষদের সভাকক্ষে আমফন ঘূর্ণিঝড় কেটে যাবার পর ক্ষতির পরিমাণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হলো।
বৈঠকে হাজির ছিলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বাসু, বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং, বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ সহ একাধিক প্রশাসনিক অধিকর্তা।
বৈঠক শেষে অভিজিৎ সিংহ জানান বীরভূম জেলায় মাটির বাড়ি আংশিক ক্ষতি হয়েছে ১৬০০, সম্পূর্ণ মাটির বাড়ি ধসে গেছে প্রায় ৪০০। ৪৪ হাজার হেক্টর চাষ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল জেলার সমস্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে