
দু:স্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এলেন রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের ছোট ভাই। সোমবার সুতি থানা ব্যাঙডুবি এলাকায়, প্রায় ২ হাজার জন দুঃস্থ পরিবারের হাতে চাল,ডাল, ও কিছু সব্জি তুলে দিলেন মন্ত্রীর ছোট ভাই মজিবুর রহমান।
এদিন দিন সকালে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে মজিবুর রহমানের কাছে। গরীব ও দু:স্থ জনতা তার কাছে সাহায্য চান। তিনি ফোন পাওয়া মাত্র তড়িঘড়ি খাদ্য সামগ্রির ব্যাবস্থা করেন,
বিকেলে রোজা ইফতারের আগে সেই সমস্থ খাদ্য সামগ্রি তুলে দেন দুঃস্থ পরিবার গুলির হাতে,
খাদ্য সামগ্রি পেয়ে খুশি সেই সমস্ত মানুষ জন এবং আগামীদিনে যে কোনো সমস্যায় পাশে থাকবেন বলে জানানা মজিবুর রহমান।