
কবিগুরুর ১৬০তম জন্মদিনে এলাকার ১০০টি দু:স্থ পরিবারের শিশুর হাতে পুষ্টিগুন যুক্ত খাওয়ার তুলে দিলো মেলবন্ধন সংঘ।
পুর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পুলশিটাতে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়
কমলালেবু,হরলিক্স,ডিম, সুজি,চিনি ইত্যাদি পুষ্টিকর খাদ্য সামগ্রী ।