
রবীন্দ্রনাথের ১৫৯ তম জন্মদিনটি হাওড়ার বকুলতলার পঞ্চাননতলার অন্নপূর্ণা সোসাইটির সদস্যরা এলাকার দরিদ্র মানুষদের মাংস ভাত রান্না করে খাওয়ালো।
লকডাউনে সমস্যায় পড়া মানুষদেরকে নিজেদের উদ্যোগে, সদস্যদের নিজস্ব পয়সায় এবং কিছু মানুষের সাহায্য নিয়ে রান্না করা খাবার দিয়ে আসছে এই যুবকেরা গত একমাস যাবত।শুক্রবার সকালে কবিগুরুর জন্মদিন পালন করে ।
রবিগানে যেমন মেতে উঠলো পঞ্চাননতলা।পরে এলাকার দু;স্থদের মাংস-ভাত খাওয়ায়