
লকডাউনের আবহে অসহায় দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে ভাঙড়ে চালু হয়েছে কমিউনিটি কিচেন।
সাংসদ অভিষেক বন্ধ্যোপাধায়ায় ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় কমিউনিটি কিচেনের মাধ্যমে কয়েক হাজার অভুক্ত মানুষের পাতে দু বেলা খাবার পৌঁছে দিচ্ছে।এর পাশাপাশি ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সওকাত মোল্লা তাঁর বিধানসভা এলাকার ৫০ হাজার মানুষ কে খাওচ্ছেন।সেই একই ব্যবস্থা করলেন তাঁর ভাব শিষ্য ভাঙড় ২ নাম্বার ব্লক যুব তৃণমূলের সভাপতি কাশেফুল করুব খান।
ভাঙ্গরের অসহায় পাঁচশো মানুষের বাড়ি বাড়ি প্রতিনিয়ত খাবার পৌঁছে দিচ্ছেন যুবনেতা কাশেফুল করুব খান। এর জন্য নিজের বাড়িতেই কমিউনিটি কিচেন খুলে বসেছেন তিনি। এ বিষয়ে কাশেফুল বলেন,আমার এই এলাকার বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।এই মুহূর্তে তাদের দু’বেলা দু’মুঠো খাবার জুটছে না।কমিউনিটি কিচেনের মাধ্যমে আমরা রান্না করা খাবার ওই সব মানুষদের মুখে তুলে দেব।আপাতত রমজান মাস শুরু হবার আগে পর্যন্ত প্রায় দিন বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার প্রক্রিয়া জারি থাকবে।