
প্রদীপ কুমার সিংহ
সুন্দর বনের অন্তর্গত বকখালি মৌসুনি দ্বীপে এবারে প্রথম সৃষ্টি গ্রুপ বসন্ত উৎসব ও হোলি খেললো ছোট থেকে বড়োরা ।তনুশ্রী শংকর ও আনন্দ শংকর বেলে ট্রুপের ছাত্রী অনুপ্রিয়া দাস তার ছাত্রীদের নিয়ে গতকাল সন্ধ্যায় বকখালি কাছে এক নির্জন মৌসনি দ্বীপের বালু তটে এই প্রথম বসন্ত উৎসব পালন করলেন। মৌসনি দ্বীপ এর বিভিন্ন কটেজের পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবকে ঘিরে উন্মাদনা দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা ভাবতে পারেনি যে,এই নির্জন দ্বীপে এই সুন্দর অনুষ্ঠান করা যায়।সেখানকার বাসিন্দারা খুব আনন্দীত ও আপ্লুত। পর্যটকদেরা ও খুব আনন্দ উপভোগ করেছেন।
সাগর বিধানসভা কেন্দ্রের বিচ্ছিন্ন এই দ্বীপ মৌসুনি । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন মানচিত্রে গঙ্গাসাগর, বকখালি. ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড পর মৌসুনি দ্বীপকে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন । সৃষ্টি নির্জন কটেজ এই বসন্ত উৎসবের আয়োজন করেছিল ।