
কাঁথি থানার রাইপুর পশ্চিমবাড় গ্রামের অনিন্দিতা মাইতি নামে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। রাতেই পুলিশ গিয়ে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে দীর্ঘদিন ধরে অনিন্দিতা মানসিক অবসাদে ভুগছিলেন। এই নিয়ে পরিবারের লোকেরা একাধিক চিকিৎসা করিছেন। দেখে গলায় উড়না ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে।
পরিবারের লোকেরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। শনিবার কাঁথি থানার পুলিশ মৃতদেহটি হাসপাতালের ময়না তদন্তে পাঠিয়েছে।
যদিও পরিবারের পক্ষ থেকে থানার কোন অভিযোগ দায়ের হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার দায়ের করো তদন্ত শুরু করেছে।