
প্রদীপ কুমার মাইতি
গতকাল সন্ধ্যায় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয় উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু রূপায়ণ সংক্রান্ত এলাকার পঞ্চায়েত সদস্যা কাজল জানা ডাকা একটি সভা থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই বি.জে.পি র গুন্ডাদের উপর্যূপরি হামলায় মোহনপুর ব্লকের নীলদা গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যা কাজল জানার স্বামী প্রাইমারি শিক্ষক শম্ভু জানা সহ ৬জন তৃণমূল নেতৃত্ব গুরুতর জখম অবস্থায় মোহনপুর ব্লক হাসপাতালে ভর্তি।
রাত্রে পরিস্থিতির অবনতি হওয়ায় শম্ভু জানা সহ ৩জন কে কোলকাতায় পি.জি হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে।