
প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের দলমুখী করতে লাগাতার একের পর এক কর্মসূচি নিয়ে চলছেন পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি র সভাপতি অশোক রুদ্র। সারাবছর বিভিন্নভাবে শিক্ষক সমাজের সমস্যাগুলো সরকারের কাছে পৌছে দেওয়ার পাশাপাশি সুস্থ বদলি নীতি তৈরীর প্রচেষ্টাতেও সফল হয়েছেন অশোক বাবু।
লোকসভা ভোটের পর বামমুখী শিক্ষক সমাজ রামমুখী হয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ ব্যার্থ করে নেগেটিভিটি প্রচার করে মানুষকে বিচ্ছিন্ন করার সচেতন প্রয়াস করে চলেছে অবিরাম। এই চক্রান্তের বিরুদ্ধে প্রকৃত দক্ষিণপন্থী শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে এসে সংগঠনের ও তৃনমূল দলের পাশে থাকার কথা বলেছেন বাম আমলে পিটিআই আন্দোলন করে উঠে এসে প্রথমে তৃনমূলের রাজ্য ছাত্র পরিষদের সভাপতি ও বর্তমানে যুব তৃনমুল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অশোক রুদ্র।
আজ অনুব্রত মন্ডলের গড় বীরভূমের সিউড়িতে জেলা তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধিত সভায় অশোক রুদ্র সহ উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব ও শিক্ষক সমিতি র জেলা নেতৃত্ব