
ইন্দ্রজিৎ আইচ
১৫ বছর এর নিচে ক্যান্সার রোগে আক্রান্ত শিশুদের পাশে এসে দাড়ালো” দা গ্লাম ডিভা “। এই সমাজ সেবা মূলক কাজের কর্ণধার হলেন স্বপ্নদ্বীপ সরকার।
তিনি আজ শোভা বাজার অঞ্জলী বাটিতে এক সাংবাদিক সম্মেলনে জানালেন গত বছর তিনি ১৮২ জন ক্যান্সার শিশুদের আর্থিক ভাবে সাহায্য করেছিলেন “অদৃজা আমি আমার মতো” ফ্যাশন শো এর মাধ্যমে। এবার সেশন ২হবে ফেব্রুয়ারী ও মার্চে। ফাইনাল হবে এপ্রিলে।
এবার ক্যান্সারে আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্য দেওয়া হবে।আজ এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জী, টেকনো ইন্ডিয়ার সুজয় বিশ্বাস, ডঃ অঙ্কন মন্ডল ও বেশ কিছু মডেল।