
‘দেশবিরোধী’ এবং ‘অনভিপ্রেত’ কোনও কার্যকলাপে শামিল হতে পারবেন না পড়ুয়ারা নির্দেশ দিলো আইআইটি বম্বে।দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারীদের হামলার প্রতিবাদে এ মাসের শুরুতেই পথে নেমেছিলেন আইআইটি বম্বের পড়ুয়ারা।
সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে একটানা অবস্থান বিক্ষোভও চালিয়ে গিয়েছেন তাঁরা। জামিয়া, জেএনিউ-সহ একের পর এক বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন আইআইটি বম্বের অধ্যাপক এবং শিক্ষাকর্মীরাও।
ডিন অব স্টুডেন্টস অ্যাফেয়ার্সের তরফে ইমেলের মাধ্যমে পড়ুয়াদের ১৫টি বিধি নিষেধের নির্দেশিকা দেওয়া হয়েছে।সেই নির্দেশিকার মধ্যে অন্যতম অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনও রকম পোস্টার, লিফলেট এবং পুস্তিকা বিতরণ করা যাবে না। ক্যাম্পাসের শান্তি বিঘ্নিত হয় এমন কোনও বক্তৃতা, নাটক এবং গান-বাজনার আয়োজন করতে পারবেন না পড়ুয়ারা। এমনকি অধ্যাপক এবং প্রতিষ্ঠানের কর্মীরা শামিল থাকলেও তা করা যাবে না, যদি না কর্তৃপক্ষ অনুমতি দেন।
"Can't Participate In Anti-National Activites…": #IITBombay To #Students
Shortly after attacks on Jamia, JNU students, IIT-Bombay faculty came out in support of the "right to dissent and protest democratically within and outside academic campuses" #SharjeelImam pic.twitter.com/SpBQlJOMuG— Saurav Ojha (@sauravojha16) January 29, 2020