
বিশ্ব জয়ের লক্ষ্যে প্রথমবার বাঙালি গৃহবধূ ।
“মিস ইউনিভার্স” তো শুনেছি কিন্তু “মিসেস ইউনিভার্স” শুনেছেন কখনও । তাও আবার একজন বাঙালি । হ্যাঁ এবছরে চিনে আয়োজিত হতে চলেছে শ্রীমতি বিশ্বসুন্দরী । আর যাতে এবারে যাচ্ছেন কলকাতারই এক গৃহবধূ ।
দুই সন্তানের মা ৪৪ বছরের সুপর্ণা মুখার্জি। আগামী শনিবার দেশের হয়ে প্রথম বাঙালি হিসেবে অংশ নেবেন সেখানে ।
একান্ত সাক্ষাৎকারে সে কথা জানান তিনি একই সঙ্গে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন ও জিতে ফিরে আসার পরে কি করতে চায় জানালেন সুপর্ণা দেবী । অপেক্ষায় আর কয়েকটা দিন। আগামী ৩০ ডিসেম্বর রাতে বাঙালি আবার বিশ্বমঞ্চে এক ইতিহাস গড়বেন ।