
ইন্দ্রজিৎ আইচ
সামনেই বড়দিন আসছে।তাই তার আগেই কেক বানানোর প্রস্তুতি শুরু করে দিলো কলকাতার একমাত্র বাবুঘাট গঙ্গার পারের হোটেল ফ্লোটেল। টলিউড তারকাদের সমারোহে কেক মিক্সসিন হল। কাজু, পেস্তা, কিসমিস, নানা লিকার মেশালো অভিনেতা ও অভিনেত্রীরা।
এক সাংবাদিক সম্মেলনে ফ্লোটেল এর ম্যানেজার সৈকত বড়াল জানালেন সামনেই বড়ো দিন।
আমাদের এখানে শহরের বহু মানুষ বড়দিন ও নতুন বছর এ নানা পদ খেতে আসে। কেক আমাদের একটা বিশেষ আইটেম। তাই আমরা আগের থেকেই প্রস্তুতি নিই।
আগামী ২৪,২৫,৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বড়দের জন্য দুপুর বা রাতের খাবার মাত্র ১৩০০ টাকা ও ছোটদের জন্য ৯৯৯ টাকা রাখছি,সাথে থাকছে বড়দিনের কেক।