
ইন্দ্রজিৎ আইচ
কলকাতায় নিউ টাউন দা ওয়েস্টিন হোটেলে হয়ে গেল মিস ডিভা ২০২০ সুন্দরী প্রতিযোগিতা। সারা বাংলা থেকে ৮০জন এই প্রযোগীতায় অংশ নেয়। ফাইনালি কলকাতা থেকে মেঘনা মুখার্জী,মেঘনা বসু, রশ্মি মাধুরী ও অক্ষিতা সিংহ এই ৪ জন কে বেচে নেওয়া হয়।
বিচারক ছিলেন জনপ্রিয় মডেল কৌস্তভ সাইকিয়া ও অভিনেত্রী দিতি সাহা। তারা এক সাংবাদিক সম্মেলন এ জানালেন এই প্রতিযোগিতা সারা ভারতবর্ষে এর মধ্যে হায়দরাবাদ, ইন্ডোর,চেন্নাই
পুনে,ব্যাঙ্গালোর,জয়পুর, চন্ডীগর, দিল্লি তে।
এক সময় মিস ডিভা থেকে প্রথম হয়েছিলেন সুস্মিতা সেন, লারা দত্ত, দিয়া মির্জা, ঐশ্বর্য রাই, প্রিয়াঙ্কা চোপড়া ,আশা ভাট, শ্রীনিধি সেটটি সহ আরো অনেকেই। এই প্রতিযোগিতা র ফাইনাল হবে আগামী বছর মুম্বাই তে।