
ইন্দ্রজিৎ আইচ
বালিগঞ্জ সার্কুলার রোডের কাছে দু হাজার স্কোয়ার ফুটের ডিভা এন্ড ডেভর উদ্বোধন হল। সম্পুর্ন আধুনিক সাজে সজ্জিত এই সেলুনএ যে কোনো বয়স এর ছেলে ও মেয়ে চুল কাটতে পারবে, ছোটদের আলাদা জোন আছে।
স্প্ৰা, হাত পায়ের নখ কাটা, চুলের বিভিন্ন সাজ , মেক উপ সহ নানা সাজ থাকছে এই লাক্সরি সালুন এ। এই কথা সাংবাদিক সম্মেলন এ জানালেন সেলুনের কর্ণধার অনিল প্রধান।
উপস্থিত ছিলেন মডেল লোপামুদ্রা মন্ডল, রীতা ভিমানি সহ আরো অনেকে।