
আজ কোলাঘাট ব্লক মৎস্য দপ্তরের সহায়তায় রূপনারায়ন নদে ছাড়া হলো মাছ।রাজ্য সরকারের মৎস্য সঞ্চারন প্রকল্পে ৩০০ কেজি পোনা,মৃগেল,বাটা মাছ ছাড়া হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মন্ডল,ব্লক মৎস্য আধিকারিক তুহিন শুভ্র সৎপতি,পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া,সহ সভাপতি রাজকুমার কুন্ডু,অসিত বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা।
আধিকারিকেরা জানান,মূলত নদীতে মাছের সংখ্যা বৃদ্ধির জন্য ও সামঞ্জস্যতা বজায় রাখাই মূল উদ্যেশ্য।