
ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ)। গ্রেফতার হয়েছে মুর্শিদাবাদের মাদক পাচারকারী চক্রের দুই সদস্য টিংকু শেখ, শেখ জামাল হোসেন। দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা।
এসটিএফ সূত্রের খবর, বুধবার হেস্টিংস থানার অধীনে বেকারি রোড অঞ্চলে ফাঁদ পেতে মাদক পাচারকারীদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়, প্রায় ১১ কেজি মাদক ট্যাবলেট। যার পোশাকি নাম ইয়াবা। বাজেয়াপ্ত হওয়া ওই মাদক ট্যাবলেটের মূল্য প্রায় দু’কোটি টাকা। পুলিশ ধৃতদের সম্বন্ধে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের চক্রে আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে।
West Bengal: A team of the special task force (STF) arrested two drug peddlers of Murshidabad and recovered 10.760 kg of 'YABA' drug from their possession, yesterday. pic.twitter.com/R1DD5yk42l
— ANI (@ANI) November 21, 2019