
ইন্দ্রজিৎ আইচ
“আহারে বাংলা ২০১৯ ” এই নামে শুরু হলো সল্টলেকের সেন্ট্রাল পার্কে বঙ্গীয় খাদ্য মেলা।
এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী পূর্নেন্দু বসু, সল্টলেকের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক পরশ দত্ত সহ আরো অনেকে। এবছর ১৫২টি হরেক রকম এর খাবার স্টল হয়েছে।
নামিদামি হোটেল, রেস্তোরা, ক্যাটরার এই মেলায় অংশ নিয়েছে। ২০ থেকে ২৪ নভেম্বর বেলা ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আহারে বাংলা মেলা।