
জটারদেউল মন্দির থেকে শুরু রায়দিঘি বিধানসভার বিজেপির গান্ধী সংকল্প যাত্রা। শুক্রবার বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস মন্দিরে পুজো দিয়ে সংকল্প যাত্রা শুরু করেন। রায়দিঘি বিধানসভার বিজেপির কর্মী সর্মথকদের নিয়ে রায়দিঘি বাজার ,কোম্পানির ঠেক, কাশীনগর বাজার স্বচ্ছ ভারত অভিযানে নামেন।
এদিন বিজেপির রাজ্য সম্পাদক রিতেশ তেওয়ারী যোগ দেন সংকল্প যাত্রায় । এছাড়াও উপস্থিত ছিলেন ভুষন চন্দ্র সাঁপুই রায়দিঘি বিধানসভা ইনচার্জ,শ্যামাপ্রসাদ হালদার এসসিমোর্চার জেলা প্রেসিডেন্ট ,দক্ষিন ২৪ পরগনা পশ্চিম ভাগের জেলা সম্পাদক সহদেব নস্কর সহ অন্যন্য সর্মথকেরা।