
আওয়াজ- এর বীরভূম জেলা কমিটির উদ্যোগে রামপুরহাট হাইস্কুলে এন.আর.সি. এবং নাগরিকত্ব সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ এব্যাপারে প্রধান বক্তা সেখ সাইদুল হক বলেন, অর্থনৈতিক মন্দা সঙ্কট থেকে মানুষের দৃষ্টি ভঙ্গি ঘোরাতে এটা বিজেপির শয়তানি। আমরা তিন ভাবে এর মোকাবেলা করব। আইনী পদক্ষেপ নেব। নো এন আর সি আন্দোলন চালিয়ে যাব।
আর পাশাপাশি, পাড়ায় পাড়ায় ক্যাম্প করে দেখব কার কি ডকুমেন্টস আছে নেই এবং সেগুলো যোগারে সাহায্য করব। ওরা ১৪টি ডকুমেন্টসের কথা ঘোষণা করেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাইদুল সাহেব বলেন, অসমিয়ারা চাষ আবাদ জানত, সেই জন্য ব্রিটিশরা অবিভক্ত বাংলার পঞ্চাশ হাজারের অধিক ময়মনসিংহ জেলার মুসলিমদের নিয়ে যায় চাষ করার জন্য। সেটাই আজ বেড়ে ৬ লক্ষ।