
রাজ্যে ১৭টি পৌরসভায় কবে ভোট করাতে চায় এই মর্মে রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিল পৌর ও নগর উন্নয়ন দপ্তরকে।
পৌরসভা গুলি হল
১)কোচবিহার – মেখলিগঞ্জ, হলদিবাড়ি।
২) আলিপুরদুয়ার – আলিপুরদুয়ার পৌরসভা
৩) উত্তর দিনাজপুর – ডালখোলা
৪) দক্ষিণ দিনাজপুর – বালুরঘাট
৫) মুর্শিদাবাদ – বহরমপুর
৬) নদীয়া – চাকদা, কৃষ্ণনগর
৭) উত্তর 24 পরগনা – পানিহাটি, হাবড়া
৮) দক্ষিণ 24 পরগনা – ডায়মন্ড হারবার
৯) পশ্চিম মেদিনীপুর – ঝাড়্গ্রাম, মেদিনীপুর
১০) পূর্ব বর্ধমান – বর্ধমান, গুসকরা
১১) বীরভূম – দুবরাজপুর
১২) হাওড়া – হাওড়া পুরসভা
মোট ১২ টি জেলা ১৭ টি পুরসভা ৪০৫ টি ওয়ার্ড।