
পাকিস্তান একটা ইসলামিক দেশ।আর সেই দেশেই পাকিস্থানীদের নামাজে বাধার মুখে পড়তে হচ্ছে।নামাজ পড়ার অপরাধে মারধর করা হচ্ছে শ্রমিকদের। পাকস্থানে থাকা চীনারা এই কান্ড ঘটিয়ে চললেও পাকিস্থানের প্রশাসন নির্বিকার!
এমন এক কান্ডের ভিডিও সামনে আসতেই নিমেষের মধ্যে ভাইরাল।প্রসঙ্গত মুসলিমদের উপরে অত্যাচারের জন্য কয়েক দিন আগেই চীন ও হিন্দুদের উপরে অত্যাচারের জন্যে পাকিস্থান সমালোচনার মুখে পড়ে রাষ্ট্রসংঘে।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী করাচীতে এক সিমেন্ট কারখানায় নামাজ পড়ছিলেন এক শ্রমিক।ঘটনাটা নজরে আসতেই কারখানার পাঁচ চীনা ইঞ্জিনিয়ার সেই শ্রমিককে বেধড়ক মারধর করে।আরো অভিযোগ এই বিষয়ে পুলিশকে জানিয়েও আইনী সহায়তা পায়নি এই শ্রমিক।স্বাভাবিক ভাবেই দেশের জনগনের মধ্যে এই নিয়ে ক্ষোভ তৈরী হয়েছে
Pakistani Man beaten Black and Blue by 5 chinese engineers for Offering Namaz in a Cement factory in Karachi
Jive Jive Pak-China Dosti ? pic.twitter.com/7hoJLF7FOw
— Khushi Singh (@KhushiViews) August 24, 2019