
সারা রাজ্যে হসপিটাল পরিষেবা বন্ধ থাকলেও ভাঙড়ের হসপিটালে উল্টো পুরাণ । আউটডোর পরিষেবার পাশাপাশি ব্যবস্থা করা হল স্বেচ্ছায় রক্তদান শিবির। ভাঙড়ের টোনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এলাকার সকল আশাকর্মীদের সহযোগিতায় এদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কালো ব্যাচ পরে হসপিটাল পরিষেবা এবং রক্তদান শিবির রত থাকতে দেখা যায় হসপিটাল স্বাস্থ্য আধিকারিক সহ সকল ডাক্তার নার্স এবং আশা কর্মীদের। যা নিয়ে এলাকার মানুষের উৎসাহ চোখে পড়ার মত। টোনা প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক নবন্না তরাই বলেন, এলাকার মানুষের কথা ভেবেই এই উদ্যোগ। যা আগে থেকেই পরিকল্পনা করা ছিলো। চিকিৎসক আহত হওয়ায় মন খারাপ তা সত্ত্বেও এলাকার মানুষের কথা ভেবে পরিষেবা চালিয়ে যাচ্ছি।